বছর ঘুরে এলো আবার
নববর্ষরে সুর
ঢাক ঢোল বাজলো আবার
মিষ্টি সুমধুর।


বৈশাখের ঐ বিকেল বেলায়
ললনারা যাচ্ছে মেলায়,
বাসন্তী রং শাড়ি পরে
দোল খাচ্ছে নাগর দোলায়।


খোপায় গুজে লাল গোলাপ
হাতে মেহেনদি,
মনের সুখে নাচ্ছে কন্যা
মুখে সুগন্ধি।


বৈশাখী ঐ ঝড়ে হল
আকাশ অন্ধকার,
বাড়ি ফেরার পথে কন্যা
ভিজে একাকার।