দিন যায় ফুরোয় সময়
কেউতো দেখেনা মাথা তুলে
কে অাছে কেমন, কে অাছে ভালো
ঝিঝিপোকার ডাক শুনে আজ
আমার কেনো রাত পোহালো।


মনের মাঝে অন্ধজনে করে আজ বসবাস
ঘুমিয়ে ঘুমিয়ে কত রজনী
কাটায়ে হয়েছে নিরাশ,
ভবঘুরে আমি খুজিয়াছো তুমি
পাওনি মোরে কোথাও।
পাবে তুমি মোরে, গহীন বালুচরে
যেখানে আমার বালিঘড়।


ঝড়ের পরে পাবেনাকো আমায়
খুজোনা কোথাও মোড়ে,
হারায়ে মোরে মাথা উঁচু করে
ডেকোনা পিছুপা ধরে।
চলে যাবো আমি দূর অজানায়
যেখানে আমায় কেউ না থামায়,
পিছু না ডাকে মোরে।


চৈএের রৌদ্রতেজে পুরায়েছে এই মন,
বানায়েছো তনু আমার দগ্ধ এখন।
দূর পানে যেদিকে তাকাই মনে হয় বড়ই একা
জীবনটা আমার শধুই এখন ধুধু মরিচীকা।