আমাদের গ্রাম পুরা,
সবুজে শ্যামলে ভরা,
খরস্রোতা নদী ধারা,
কৃষকেরা দিশেহারা,
সারামাঠ জলে ভরা,
আকাশ নামে বারিধারা,
চাতক পাখি দিচ্ছে সারা,
কাশঁবন ফুলে ভরা,
ছেলেমেয়ে ব্যাস্ত তারা,
মাছ ধরতে যাচ্ছে ওরা,
হঠাং এলো মুষল ধারা,
গৃহিনীরা ব্যাস্ত তারা,
চিতই, কাঁটা আর বরা,
বর্ষা এলো মরলো ওরা,
পিপঁড়া, বিচ্ছু আর গোখরা।