কথা ছিলো দু'জন মিলেই বাতিঘরটা ছোঁবো।
অমানিশায় আমরা দু'জন বহ্নিশিখা হবো।
তুমি আমি আবেষ্টনে, চেপে আলোর খেয়া,
পাড়ি দিবো একটা জীবন হৃদয় দেয়া নেয়া।
কথা ছিলো আমরা দু'জন আলোর মশাল হবো।
হৃদয় ছুঁয়ে, হৃদয় ভেজা কাব্য কথা কবো।


ছন্দে দ্বন্দ্বে পাড়ি দিলাম অনেকখানি পথ
হাটছি আমি, চাপলে তুমি দূরন্ত এক রথ।


আমি হাটছি মেঠো পথটা ধরে,
তুমি যাচ্ছো রথের ঘোড়া চড়ে।


মুখরতায়, চপলতায়, চঞ্চলতার ছোঁয়ায়,
উর্মি যেমন কোলাহলে সাগর বেলা ধোয়ায়।
তোমার পথে যাচ্ছো তুমি বেগে,
আমার পথে আমি যেন থামছি থেকে থেকে।
কথা ছিলো একটি নদীর কোলে
ভাসবো দু'জন নিঝুম কোলাহলে
স্বপ্ন গুলো রাখবো দু'জন নদীর বুকে জমা,
সিক্ত হবো নদীর জলে, জাগবে তরু তমা।


হঠাৎ তুমি বদলে নিলে তোমার পথের বাঁক
চমকে গিয়ে থমকে দাড়াই দেইনি পিছু ডাক।
তোমার পথে ছড়িয়ে দিলাম অযুত গোলাপ কলি
কুঞ্চিত মন, বঞ্চিত হাত ফিরিয়ে নিয়ে চলি।


এখন কেন তোমার আকাশ বিষন্নতায় ছাওয়া
হারিয়ে যাওয়া "কবিতা" আর যায়না খুজে পাওয়া।