স্বপ্ন সাজাই, স্বপ্ন বুনি স্বপ্নভরা মন
স্বপ্ন দিয়েই ভরিয়ে রাখি ছোট্ট হৃদয় কোন।
ভরিয়ে রাখি অবাক মায়ায় স্বপ্ন বোনা ক্ষেত,
ফুল ফসলে সাজিয়ে রাখি স্বপ্ন অনিকেত
স্বপ্নগুলো শিঁশির হয়ে আকাশ চুয়ে নামে।
স্বপ্নগুলো জড়িয়ে থাকে রঙিন চিঠির খামে।
সবুজ ঘাসে, হলুদ ফড়িং রঙিন প্রজাপতি,
আমার স্বপ্ন তোমার বুকে তুমিই মায়াবতী।
তোমার মনের গহীন কোণে স্বপ্নগুলো জমা,
দু'হাত ভরে বিলিয়ে দিও তুমিই নিরূপমা।
ইচ্ছাগুলো ইচ্ছে হলেই স্বপ্ন হয়ে আসে,
মুঠো মুঠো ইচ্ছে বিলাই, স্বপ্ন বারো মাসে।
বুক পকেটে জমিয়ে রাখি স্বপ্ন রাশি রাশি,
হাতের মুঠোয় স্বপ্ন নিয়ে আকাশ ঘুরে আসি।
স্বপ্ন থাকে কাঠ গোলাপে, গোলাপেরা গায়,
স্বপ্ন বুনে নিদাঘ দুপুর স্বপ্ন হয়ে যায়।
স্বপ্নগুলো ভুঁই কাঁপাতে গন্ধ হয়ে রয়,
স্বপ্নগুলো তোমার আমার অবাক মায়াময়।


আমার মুঠোয় স্বপ্নগুলো তোমার জন্য রাখি
তোমার সুরে গান গেয়ে যায়, আমার প্রেমের পাখি।
আমার বুকে বাঁধা আছে শুক্রবারের ঘর,
তোর চলাচল নিত্য যে তাই আমার প্রাণের পর।
জোছনা নামে শ্রাবণ ধারায় আমার উঠোন জুড়ে,
তোমার জন্য জোছনা ধারা রাখা হৃদয় পুরে।
আমার বীণার তান যে সাধা তোমার বাঁশির সুরে,
তোর আঙিনায় নিত্য আমি আসবো ঘুরে ঘুরে।


স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি, স্বপ্নে হৃদয় ঠাসা
স্বপ্ন নয়, স্বপ্ন ছলে, তোমায় ভালবাসা।