শিশিরের ফোটা ফোটা শব্দে
               অনন্ত দীঘিটা কেঁপে উঠে,
    কয়েকফোটা জলের কী ক্ষমতা !
পানির উপরে ভেসে উঠে
                 নিহত মাছের দল।
এটা যেন এক বোতল পানিতে
      যমদূতরূপী অল্পখানি বিষ,
সেই বিষে মারা গেছে
      ছোট ছোট মাছ নিভৃত সময়ে।
শিশিরের শব্দে
ভূমিকম্প হয় দীঘির বর্ণালী বুকে।