প্রতিদিন বুকের উপর দিয়ে বয়ে চলে
অগণিত বেপরোয়া ট্রাক।
পিচঢালা এই মনের সড়কে
একঝাঁক ট্রাক ধীরে ধীরে এসে
পিষে দেয় এই হৃদয়ের নরম বিছানা।
বেদনার নির্মম বুলেটে
ছিন্নভিন্ন হয়ে যায়
মাসুম শিশুরা একে একে।
প্রতিরাতে ড্রিল চলে বুকে,
ড্রিল মেশিনের শব্দে ভেঙে যায় ঘুম,
ফেটে যায় মনের প্রাচীর,
বিরহের সাথে যুদ্ধ হয়
একগুচ্ছ গোলাপী স্মৃতির।
জীবন্মৃত অনুভূতি
বেত্রাঘাত করে ক্ষণে ক্ষণে।
কান্না বাষ্প হয়ে উড়ে যায়
ওই দূর নীলিমায়,
সেই জলকণা দিয়ে
মেঘেরা রচনা করে শোক-বৃষ্টি।
সেই বৃষ্টির বারিতে
ভিজে ভিজে
আজ আমি বড্ড ক্লান্ত,প্রিয়তমা।