ধর্মগুরুদের এক হাতে ভগবান,
অন্য হাতে শয়তান।
ধর্মান্ধরা নাকি বলে -------
ভগবান আছে পূজালয়ে,
তাই নির্জীব মূর্তির মাঝে
অর্থহীনভাবে খুঁজে তারা ভগবানে;
দিনরাত তারা পড়ে থাকে
মৃত ঠাকুরের অন্ধ ঘরে।
ধর্মান্ধরা নাকি বলে -------
আল্লাহর দেখা পাব মসজিদে,
টাকা দিয়ে জমকালো করে
প্রার্থনার ঘরগুলো,
মনে হয় যেন রাজকীয় সাজে
সেজেছে রাজার রাজ্য।
বিধাতারে আজ কিনে ফেলে তারা
নানা প্রয়োজনে কত আয়োজন করে।
ধর্মের দোহাই দিয়ে চলছে এখানে
দুনিয়ার যত জানা-অজানা ভণ্ডামি।
ধর্মান্ধরা নাকি বলে -------
ঈশ্বরের বাস গীর্জাঘরে;
ধ্রুব সত্য কোথা পাব
এত হাজার কথার ভিড়ে !
ভয়ডর আর লোভ দেখিয়েই
বলছে নানান কথা
আমাদের প্রিয় ধর্মান্ধরা।
ঈশ্বরের নামে ধর্মালয়ে
ব্যবসা চলছে চোখের আড়ালে।
ঘৃণা করি,ঘৃণা করি সেই ধর্মালয়,
ঈশ্বরের নাম দিয়ে ভণ্ড যেখানে হয়েছে জয়।