মাঝে মাঝে খুব কেঁদে উঠি
কাঁদতে কাঁদতে চুপ হয়ে যাই আমি,
মাঝে মাঝে অনুভব করি
বুকের ঠিক মাঝখানে দহনক্রিয়া চলছে,
জ্বলতে জ্বলতে আমি এভাবেই পুড়ে যাই,
পুড়তে পুড়তে ছাই হয়ে যায়
ছাই হতে হতে উড়ে যাই মহাশূন্যে।
উড়তে উড়তে বাসা বাঁধি
মহাশূন্যের এপার থেকে ওপারে,
এ যে একলা পথের মেঘলা বাসা।
তারপর ঝরঝর করে নেমে পড়ি
পৃথিবীর মলিন গণ্ডদেশে,
ভিজিয়ে দিই তার সবকটি অঙ্গ।