তোমাকে পাওয়ার পূর্বে আমি
কখনো বুঝি নি ভালোবাসা,
তোমাকে চাওয়ার পূর্বে
ছিল না পরাণে আকুলতা,
ছিল না যে মোর কোনো ব্যাকুলতা।
চোখের আলোতে এসেছিলে তুমি
আগুনের ফুল হয়ে।
ফুলের খুশবো প্রাণের কাননে
ছড়িয়ে পড়লো ধীরে ধীরে।
চোখের বাইরে চোখের ভেতরে
ঘুরছিলে শুধু তুমি,
আড়াল করতে পারি নি তখনো
মায়া মায়া চোখদুটি।
তারপর এসে থাকার ঘরেতে
জেগেছি অনেক রাত,
রাত পার হয়ে ভোর এসেছিল
কাটে নি আমার সুপ্রভাত।
যত ভেবেছি তোমার কথা
শিহরিত হয় দেহ,
কেন হয়েছিল এই শিহরণ
বুঝেছি সেদিন মর্মসুদ্ধ।
মর্মে মর্মে জেনেছি তখন
অচেনার ভিড়ে ডেকেছিল আঁখি
চিনতে তোমায় চিরকালের মতন।
চোখের আলোতে দেখেছি সেদিন
অনন্ত প্রেমের দেখা,
সেই যে ডুবেছি ফিরাতে পারি নি
চিরযুগযুগান্তরসম আমার পৃথিবী
হয়ে গেলো সেথা আঁকা।
অপরূপ তার রূপ দেখে
পৃথিবীর ভাষা হয়ে গেলো চুপ,
বলতে পারি নি কোনো কথা তারে
জ্বলেছিল ঘরে ধূপ।