মৃত্যুর সংসারে বেঁচে ছিলাম আমি
সহস্র শতাব্দী,
বেদনার নিরিবিলি বন্দিশালায়
অসুন্দর সুখে আজো বেঁচে আছি, ওহে মহাজীবন !
যৌনির অন্ধকার থেকে বেরিয়ে
হতাশা চূর্ণকারী আশা খুঁজে পেয়েছে
চাঁদনীতলে অসম্ভব সুন্দর পথের দেখা।
হে মহাকাল, মনে রেখো,
তোমার নশ্বর পথের মাঝে
কতজন কত জীবনের সোনা ছিটিয়ে গেছে,
কর্ম ব্যতীত তাদেরকে তুমি
চেনেও না চেনার ভান করেছ প্রতিবার।
ওহে মহাজীবন,তুমি নিয়মিতভাবে নিষ্ঠুর,
তুমি বড় নির্দয় গো !