কত সুখ আর আকুলতা ঝরে গেছে শীতের পাতার সাথে,
বিবর্ণ বদন রেখে গেছে পাতার শরীরে বারবার।
স্বপ্ন দেখতে দেখতে হারিয়ে ফেলেছি স্বপ্নটাকে,
মাটি কুরে কবর দিয়েছি হাজার হাজার স্বপ্ন,
স্বপ্নেরা জ্বলে-পুড়ে ছাই হয়েছে শ্মশানে।
আশা বড় মিছে আশা মনে হয়,
আশার উপর নিশ্চিন্তে ভরসা রাখা ভুলে গেছি আজ।
ঘর বাঁধি আমি,তবু ঘর ভেঙে যায় তীব্র জলোচ্ছ্বাসে,
আবার গুছিয়ে নিই নিজেকে নিজের মধ্যে।
কত স্বপ্ন হাওয়াই মিলিয়ে গেছে,
কত স্বাদ মরে গেছে হতাশার রোগে।
স্বপ্ন তবু বারবার স্বপ্ন রয়ে যায়,
পূর্ণতা পায় না কোনোদিন আর।
কত ভালোবেসে ভিক্ষুকের মতো অবহেলার শিকার হয়ে 
পিচঢালা আর মাটিমাখা পথে ঘুরে ঘুরে
একা একা জীবননির্বাহ করি।