কদম ফুলের রূপের বাহার
কদম গাছের ডালে,
নূপুর পায়ে রিনিঝিনি শব্দে
বৃষ্টি নাচে টিনের চালে।


বর্ষার দিনে ঐ খালে বিলে
পানি উপছে পড়ে,
কদম ফুলের মিষ্টি গন্ধে
মনটা পাগল করে।


ভালো লাগে মন মাতানো
টাপুর টুপুর বৃষ্টি,
সুন্দার এই সবুজ সমারহ
আল্লাহ করছে সৃষ্টি।


সবুজ পাতার ফাঁকে কদম
দেখতে চমৎকার,
বর্ষায় কদম ফুলের রূপে
মন কারে সবার।


হলুদ সাধা শত রেনু ভরা
একটি কদম ফুল,
যতবার দেখি ভালো লাগে
আমি হই ব্যাকুল।


কিছু কদম ফুল হাতে নিয়ে
তোমার অপেক্ষায়,
প্রিয়া তুমি আসবে কি গো
কোন এক বর্ষায়।