আমি অনেক মহামারী দেখেছি
এমন নিঃস্তব্ধতা কখনো দেখি নাই,
আমি মহামারী নিষ্ঠুরতা দেখেছি
লাশের নিঃস্তব্ধ মিছিল দেখি নাই।


নিঃস্তব্ধতা দেখছি শহর নগর
এভাবে রাস্তা জনশূন্য দেখি নাই,
জনশূন্য হচ্ছে আজ সারা পৃথিবী
মৃত্যুর ভয়ে কত কাকুতি মিনতি।


বেঁচে আছি যেন কারাগারে বন্দি
পৃথিবীতে শুধু মৃত্যুর শোক সংবাদ,
কোথায় রাহাজানি শিশু ধর্ষক
কারো শরীরে বিন্দুমাত্র শক্তি নাই।


আজ মৃত্যুর ভয়ে শরীরটা ক্লান্ত
হাতে কবিতা লেখার শক্তি নাই,
কী করে লিখবো প্রাণ বাঁচানোর
আত্মচিৎকারের করুণ ইতিহাস।


চায়ে চুমুক দিয়ে নাহি পাই স্বাদ
আকাশে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি দেখে,
শরীরটা ভিজাতে ইচ্ছে করে না
মৃত্যু যেন তাড়া করে প্রতিনিয়ত।


তাকিয়ে থাকি দূর দিগন্তের দিকে
মহামারী নিস্তব্ধতা কবে কাটবে,
পশ্চিমাকাশে ছড়ায় রঙ্গিণ আভা
ক্লান্তি বিষাদে মনটা ডুবে রয়েছে।