বস্রহীন কাপে কনকনে শীতে
অনাহারী হয়ে যারা
দু-মুঠো খাবার নেইত তাদের
ক্ষুধার্ত পথ শিশু ওরা।


বড় লোকের অবশিষ্ট খাবার
ডাস্টবিনে দেয় ফেলে,
ক্ষুধার তাড়নায় খেয়ে নেয়
ক্ষুধার্ত মানুষ পেলে।


আপন বলতে নেই যে কেহ
পায়না আদর-যত্ন
রাস্তাতে ওদের রাত্রি কাটে
সুখ যে অমূল্য রত্ন। 


সব কষ্ট যে সহ্য করতে হয়
রোদ বৃষ্টির ঝড়ে,
এ আর্তনাদ কেউ শোনেনা
হৃদয়টা তাই পুড়ে।


ওদের জন্য কিছু বাজেট
সংসদে হোক পাশ,
তাহলে ওরা বেঁচে থাকার
পাবে যে আশ্বাস