অপরিশ্রান্ত শরীরের কেন জানি বার বার হাঁপিয়ে যায়
শ্বাস-প্রশ্বাসের গতিবেগ বেড়ে যায়
কি জানি একটা অস্থিরতা বিরাজ করে সর্বদায়।
হঠাৎ চিৎকার করে উঠে ঘুমের মাঝে
কোনো রকম আলো জ্বালিয়ে আসপাশটা খুঁজে
কি জানি কি হারানো ভয়ে, সুঠাম দেহ আজ থরথর কাপে।
জানালাটা খুলে দেখে মেঘে ঢাকা অস্পষ্ট চাঁদ
মাঝে মাঝে ভেসে আসে কুকুরের আর্তনাদ
বিরহের প্রাচীরে ঘেরায় থাকে রাত।


পানির গ্লাস নিয়ে বসে আর ঢকঢক করে গিলতে থাকে অতীত ।
সেইদিন চেনা বিকাল প্রেমিকার বাঁকা ঠোঁটে ছিল হাঁসি
স্বাভাবিক ছিল শহরের কোলাহল,
নিরব ছিল উত্তাল সমুদ্রের জল
প্রিয়তমা খুঁজে পেয়েছিল প্রেমের প্রাচীরে তল।


১৯/০৫/২২
সোনারগাঁও নারায়ণগঞ্জ