চারদিকে সব বুভূক্ষু
চারদিকে আহাজারি ক্ষুধিতের।


কেউ ক্ষুধিত খাদ্য-বস্ত্রে
কেউ ক্ষুধিত শিক্ষায়।


কেউ ক্ষুধিত আকাশ ছুঁতে
কেউ বিলাসিতা রক্ষায়।


কারও ক্ষুধা হিমালয়ে
কারও ক্ষুধা মারিয়ানায়।
কারও ক্ষুধা কাবাডিতে
কারও ক্ষুধা মারাকানায়।


ক্ষুধা,ক্ষুধা সর্বদিকে
এ যেন রাজ্য ক্ষুধার।
গদ্যে-পদ্যে,ছন্দে-সুরে
ক্ষুধায় ফিরায় বারবার।
আমার ক্ষুধা জ্ঞান সমুদ্রে
আমার ক্ষুধা প্রেমে।
ক্ষুধার চাহিদা মেটাতে গিয়ে
হাহাকারে যায় থেমে।


ক্ষুধায় ক্ষুধায়
ত্রস্ত পৃথিবী
ক্ষুধায় জীবনের
অধ্যায়।


সকাল থেকে সন্ধ্যা
অবধি-
এ যেন ক্ষুধা,
বইয়ের পাতায়।


চারদিকে এত ক্ষুধা
কে দেবে ক্ষুধিতের আহার
চারদিকে তো ক্ষুধার বাজারি
শুনবে কে ক্ষুধিতের রোনাজারি।