পথ চলতে এসে
হাতে হাত রেখে চলো
ভালবেসো
ভালবেসো উন্মাদের মতো।


এই সমাজ সংস্কারে
বেধে ফেলোনা শত ফেরে।
জীবনকে কর জীবনের মত
দুজনার হাত হোক আরো শক্ত।


পথ চলতে চলতে
বেসো ভাল।
নিয়ো খবর-
শত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে
দুঃখ-যাতনা সয়ে
থেকো একে অপরের।


চলার পথে হয় ভুল
যায়না এতে জাতি-কূল।
তবুও ভালবেসো
শত দ্বিধা ভুলে।


তবুও ছেড়ো না হাত
তবুও ছেড়ো না।


কক্সবাজার
১১।১০।১৭ ইং