শীত গিয়েছে সে কবে
রিক্ততার সুর গিয়েছে থেমে।


হিমালয় সম গিরি,পর্বত
রাজত্ব নিয়াছে গুটায়ে।


গাছে-গাছে গজাচ্ছে নতুন পাতা
পত্রপল্লব,সৌষ্ঠব-সুকার্য।


বসন্ত বিলাপে বৃক্ষ গিয়াছে ভরে
কোকিলের কুহু কুহু সুরে।


চারদিকে কত আনন্দ-ফূর্তি
কত আমোদ-প্রমোদ।


শুধু বেদনামথিত আমি মূর্তি
-সম,নেই মনে স্ফূর্তি-উন্মাদ।


শীত সবে ভেঙ্গেছে আড়মোড়া
যত ঝেড়েছে গা।


আমার মন ক্রমবিষাদাচ্ছন্ন।
চলেনি সামনে পা।


আমি রিক্ত,বিরহ-বসন্তে।
অসময়ে এসেছে কত কালবৈশাখী।


বৃথা রোদনে তবে কি হবে
যদি না আসে সে বিষাদী!


কক্সবাজার
ফেব্রুয়ারী ২৭,২০১৬ খ্রিস্টাব্দ।