আজ শ্রাবণে বর্ষার দিন
আমার কান্নাগুলো ঝরে পড়ছে
টুপটাপ শব্দে।
ভিতরে বেদনার সাগরে
দুঃখের তরঙ্গে
ভেসেছি একা।


বাইরের দুনিয়ায় চলছে সাইক্লোন
অগ্নিসম বাষ্পের ছবি
দহনে দহনে কাল রবি।
নিষ্পলক চাহনি আজ
কৃষ্ণগহ্বরের তটরেখায়
কাল দিগন্তে হারায়।


ঝড়ো এক ঝন্ঞা
বিক্ষুব্ধ চিত্তে সর্বশক্তিতে
ঝাপিয়ে পড়ে আমার গায়।


যে সময়ের হওয়ার ছিল
আমার মৌসুমী হাওয়া।
আমার জীবন গাঙ্গে
যার বৈঠা বাওয়া।


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে
অপেক্ষার প্রহর গুণি
সেই সময়ের কাল স্রোত
আজ আমার খুনি।


কক্সবাজার
১৪ আগস্ট,২০১৭ খ্রিস্টাব্দ