উৎসর্গঃ আমার মা আয়েশা,আলী,হালিমার বাংলাদেশ।


একজন হালিমা একটি বাংলাদেশ।
একটি আত্মাহুতির অসমাপ্ত গল্প।
ভন্ড বাংলাদেশীর প্রতিকৃতিতে
ধিক রাজনীতির উড়ুক্কু পথে
কামাক্রোশের আগ্রাসনের ছবি।


একজন হালিমা একটি আর্তনাদ
বাতাসের চাপা গলিতে
ত্রস্ত দুনিয়ার পেশীবহুল শিম্পাঞ্জীর
নষ্টামির ইতিহাস।


আমার আয়েশা,আমাদের আয়েশা
একটি ধর্ষিত মানবতার ভগ্নস্তূপ।
মুষড়ে ওঠা উত্তাল হৃদয়ের
ফুপানো কান্নার আওয়াজ।


আলী
একটি না পারার গল্প।
একটি আত্মসম্ভ্রমের বিসর্জন।
একটি সভ্যতার অসভ্য
অভিমানের গল্প।


ফারুক,দুলাল
যৌবনের আবেগে
নষ্টামির স্রোতে ভেসে চলা
শকুন।
একটি বাংলাদেশ।


আবুল হোসেন,চেয়ারম্যান
অপরাজনীতির সুবিধাভোগী
মুন্ডুহীন শেয়ালের হায়েনারূপ।


কাঁদবে
বাংলাদেশ
আজ,কাল,পরশু।
অসমাপ্ত এক কান্নার গোঙানি
আকাশে-বাতাসে
মা,তুমি কই গেলে!


কক্সবাজার
মে ৩,২০১৭ খ্রিস্টাব্দ।