লালে লাল আকিয়াব।
কালাদানের স্রোতে রোহাঙের নোনা জল।
ভেসে আছে সব শৈবালের জীবাশ্ম,
শত জাতির ইতিহাস-
রোহিঙ্গা,কোকাং,হুই,প্যানথাই।


বলছি আরাকানের কথা
এ সেই আরাকান।


ধানাবতী-ইরাবতীর সভ্যতা।
হাজার বছরের ইয়োমা
যার আদি-অন্তের সাক্ষী।


কুরূখ,বৌদ্ধ,অষ্ট্রিক-মঙ্গোলের
পার্সি,তুর্কি,মোগল,আরব,পাঠানের আরাকান!


এ সেই আরাকান-
ভারতবর্ষের স্বাধীনতার সূর্য যেথায় ঘুমায়।
আজ এক লুন্ঠিত
ইয়াতীম দুনিয়ার দরওয়াজা।


এ সেই-
ধর্ষিত মানবতার দেশ।
আনাওহতা,বোঁদাপায়া,নে উইন
এক উগ্র ড্রাগন পুরী
যাদের কালো হাতে
আজ রক্তে রন্জিত নাফ।


বুচিদং,মংডু কিংবা রেথেডাং
রহমত বিলে
প্রতিটি দুর্বা,প্রতিটি প্রাণ
হাজার বছরের ধর্ষিত-লুন্ঠিত
সভ্যতার ধ্বংসাবশেষ।


নিপ্পণ-বার্মিজ দস্যুর দেশ।


রেঙ্গুন থেকে নাইপিদো
মান্দালয় থেকে মিজোরাম
অথবা
করাচি থেকে রিয়াদ।
অবিরত নির্যাতিতের আর্তচিৎকারে
গগণবিদারী হাওয়ার উচ্ছ্বল দুর্দিনের
আরাকান।


আর্তনাদে কাঁপে বুক
জলসানো গায়ে নামে
অশ্রুর ঝর্ণাধারা।


ভাবতে লাগে অবাক-
নারামেখোলা,তিনতুতের এ ভূমি
নেতাজী-অং সানের স্বাধীনতার
দিননাথ-ইউ নুর স্বপ্নের
এ দেশ।

আলাওল,সয়ফুল-মূলক,পদ্মাবতী
বাঙাল যদুর দেশ।
উর্দু,হিন্দি,আরবী,হানিফির দেশ।


আজ এক রক্তাক্ত প্রান্তর
আবারো রক্তিম শাহ সুজা কাঁতরায়
কাঁদে পরী-বানু।


ছন্নছাড়া এই বুকে থাকেনা কিছুই
শুধুই আহাজারি।


পূব আকাশে রক্তাভ নয়া ঊষা
দেখি স্বপন নতুন দিনের।


একদিন জনতার কলরবে
হবে পরাভূত জান্তা।
মহান হকাকাকোর চির উন্নত শির
জন্মাবে বীর এ ভূমে।


আন্দামানের নার্গিসে উড়ে যাবে
সকল অত্যাচার-দম্ভের লড়াই।


আতাউল্লাহ হবে ঘরে ঘরে
আরাকান নব সভ্যতার দ্বার,
খুলবে উত্থানের সব পারাবার।


চিরন্জীবি হউক স্যালভেশন
রক্তাক্ত নাফের স্রোতে শুনি
রোহাঙের বিজয়ধ্বনি।।


২৬ আগস্ট,২০১৭ খ্রিস্টাব্দ
কক্সবাজার।