প্রিয়তমা তোমায়
অনেক মিস করছি।
আজ খুব বৃষ্টি পড়েছে
মেঘ জমেছে আকাশের ঈশান কোণে।


মনের গহনে বাজ পড়ছে
অবিরত রিমঝিম ধারায়।
অজোর নয়নের স্রোতে
ভেসে চলেছি একা।


আষাঢ় শেষে এখন শ্রাবণ
প্রতিটি ঊষা প্রতিটি গোধূলী,
রক্তিম আভার বদলে
কালো ঘুমোটে মেঘে ঢেকেছে মুখ।


শেষ কবে লিখেছিলাম
-চিঠি!
মনে নেই।


তবে
আজকেরর চিঠিটাই শেষ।


প্রিয়তমা তুমি জান
আমি মেঘকে ভয় পাই
ভীষণ ভয় পাই।
কালো মেঘের আড়ে
আমার হারানোর বেদনা বাড়ে।


আজও খুব ভয় করছে।
শঙ্কিত আমি,সন্ত্রস্ত আমি।


ঐ যে জলের তোড়ে
স্মৃতিরা ভেসে যাচ্ছে।
হারিয়ে যাচ্ছে প্রতিটি
শিরোনামহীন ঘটনা।


প্রিয়তমা অপেক্ষায় রইলাম
কবির পদ্যের উত্তর দিও।
আবারো স্মৃতিদের রোমন্থন করিও।


কেননা তোমার কাছে এ আমার
শেষ চিঠি।


কক্সবাজার
২৫ জুলাই'১৭ খ্রিস্টাব্দ