চাষার ঘরে জন্ম আমার
চাষি পাড়ায় বাড়ি,
শৈশব হতে কাজে কর্মে
জীবন দিলাম পাড়ি।


সকল বেলা রাখাল সেজে
ঘুরি মাঠে মাঠে,
সুযোগ হয়না বিদ্যালয়ে
সময় দিতাম পাঠে।


বন্ধু সকল বিদ্যালয়ে
যায় যে দলে দলে,
তাদের সাথে হয়না যাওয়া
আমি গরিব বলে।


সকাল সন্ধ্যা কাটে আমার
গাঁয়ের মাঠে ঘাটে,
কখন আমি ইশকুলে যাই
কখন যাবো পাঠে?


লেখা পড়া হলোনা তাই
মূর্খ আমায় বলে,
এই ভাবিয়া সাড়াটা দিন
কাঁদি নয়ন জলে।


দুঃখ আমার জীবন সাথী
দুঃখে জীবন গড়া,
দুখের সাথে লড়াই করে
আর হলোনা পড়া।