সততাই যে পরম ধর্ম
সব লোকে তা মানে,
আদবকায়দা রীতিনীতি
যে যার ধর্মে জানে।


দেখা হলে সালাম দেওয়া
মুসলমানদের রীতি,
সালাম সুখের বার্তা আনে
জনে-জনে প্রীতি।


সালাম কালাম আদান-প্রদান
হটায় মনের ক্লান্তি,
অন্ধ বধির বোঝেনা তা
ছড়ায় শুধু ভ্রান্তি।


সকল ধর্মে শিষ্টাচারের
রীতিনীতি আছে,
ফাসেক দালাল লেগে আছে
মুসলমানদের পাছে।


শুদ্ধ করে সালাম দিলে
জঙ্গি তারে বলে,
মুসলিম নামের কলঙ্কিত
নাস্তিকের ঐ দলে।