নিত্যপণ্য অসৎ বণিক
চাটুকারের ফাঁদে,
নুন জুটাতে পান্তা ফুরায়
গরীব দুখী কাঁদে।


কাঁচা লঙ্কা আলুর ভর্তায়
দিন কাটাতেন যারা,  
ক্ষুধার জালায় শূন্য পেটে
পাথর বাঁধে তারা।


আলুর মূল্য সোনার তূল্য
পিঁয়াজ আরো আগে,
কৃষক কত পাচ্ছে মূল্য
প্রশ্ন মনে জাগে।


চাটুকারের ফাঁদে পড়ে
দাম গিয়েছে বেড়ে,
গরীব দুখী মধ্যবিত্তের
ঘুম নিয়েছে কেড়ে।