স্বপ্ন গুলো মিথ্যে ধুলো
শুকনো বালির মত,
পথশিশুর জীবন জুড়ে
দুঃখ  শত-শত।


ছোট্ট  বেলা  অবহেলা
অনাদরে কাটে,
সুখের খোঁজে দু'চোখ বুজে
ভ্রান্ত পথে হাঁটে।


পায় না খুঁজে মাতাপিতা
পায় না খুঁজে বাড়ি,
পায় না খুঁজে অন্ন তারা
ক্লান্ত  অনাহারী।


পায় না খুঁজে আদর সোহাগ
পায় না খুঁজে শিক্ষা,
পায় না খুঁজে মায়ের মতো
একটু স্নেহ ভিক্ষা।


অশ্রু চোখে গভীর শোকে
মরে  ধুঁকে  ধুঁকে,
এই সমাজে  একটু মায়া
হয় না কারো বুকে।


_____________________
✪ স্বরবৃত্ত ছন্দে= ৪+৪/৪+২
✪ রচনাকাল: ১১'ই আগস্ট ২০২১'ইং