জগতে এসেছে যারা - কেউ-ই পাবেনা ছাড়া
সবাইকে-ই মরিতে হবে,
এ কথা সকলে জানি - তবু এতো হানাহানি
মানবের মাঝে কেন রবে?


নিজের স্বার্থে সকল - করিয়া কেন দখল
সাজানো বিলাসী ঘর-বাড়ি,
ফুরিয়ে আসিলে বেলা - সকলে করিবে হেলা
যেতে হবে সব কিছু ছাড়ি।


তাইতো সঠিক পথে - সতত বিধির মতে
চলো সবাই একই সাথে,
নিজেদের পরিচয়ে - বিধাতার মন জয়ে  
হাত তুলে ধরি মুনাজাতে।


জীবনের যত ভুল - পাহাড়ের সমতুল
যোগ্য নয় জানি তা ক্ষমার,
মনেতে তবুও আশা - পাই যেন ভালোবাসা
সকলেই আমরা সবার।


_________________________
✪ ত্রিপদী মহা পয়ার (অক্ষরবৃত্ত) = ৮+৮/১০
✪ রচনাকাল: ০৬'ই আগস্ট ২০২১'ইং