সত্য পথের পথিক হলে কর্ম হলে ভালো,
ভবে তুমি অমর রবে জগৎ হবে আলো।
ভালো কাজে তোমার সঙ্গী হবে শত শত,
সত্য পথে চলবে তোমার মতো আছে যত।


সার্থ হাসিল করতে তুমি করো যদি ক্ষত,
চারিদিকে মানুষ রবে আলোচনায় রত।
মন্দ দুটো কাজের জন্যে দুর্নাম হবে শত,
সমাজের'ই মাঝে তোমার হবে মাথা নত।


কিছু মানুষ আছে ভবে পাবে তুমি খুঁজে,
মন্দ কাজে লিপ্ত তারা ভালো মানু সেজে।
ছলচাতুরী যেজন করে বলে আজেবাজে,
দেখা যায় না তাদের তবে ভালো কোনো কাজে।


সত্য পথে চলো রে ভাই আলোর প্রদীপ জ্বালো,
সত্য পথে চললে সদা থাকবে তুমি ভালো।  
সুখী হতে চাইলে সবে সত্য বলো সদা,
দেখা পাবে সরল পথের নাহি রবে কাদা।