যেমন করে অগ্নিশিখা
কয়লা পেলে জ্বলে,
মিথ্যাবাদী তেমন করে
জ্বলে নরক তলে।


সৎ সততায় স্বর্গ মিলে
অসৎ কাজে নরক,
বেলা থাকতে লও মাঝি ভাই
খুঁজে সঠিক সড়ক।


হারাম পথে আরাম-আয়েশ
ক্ষণিক সুখের মেলা,
শূন্য যাবে গোরস্থানে
ফুরিয়ে এলে বেলা।


ভালো কাজে দেখা মিলে
আলোয় ভরা দিবস,
অসৎ কাজে ক্ষণিক সুখে
জীবন করে বিবশ।


মানব যদি সঠিক পথে
চলে বিধির মতে,
পুণ্য পাবে স্বর্গে যাবে
চড়ে সোনার রথে।
_______________________