একটু আলোর দেখা পাবো বলে,
সাফল্যের জন্যে  থাকি চেয়ে।
এই অন্ধকার  কাটাতে বোঝি অনেক দেরী হবে,
তাই বলে কি হোঁচট খেয়ে,  থাকবে বসে মেঝেতে,


পাখা থাকলেই কি মধু খেতে পারে ফুলের  বুকে,
সব ফুলেরই কি মধু  থাকে  নিজ বুকে।
তবুও দেখো তারে দাম দিবে লোকে?


রাত যদি নেমে আসে পথে,
চুপটি করে থেকো না বসে।
আসে পাশে তাকালেই পাবে,
আলোর ছটা কাছে,


ভয় কিসে?  জোৎন্সা রাতে,,,
চাঁদের আলোয় পথ পুলকিত হবে।
মাঝবনে পশুর ডাক,,,নির্বাক হয় থাক বসে,,,
সময় হলে সূর্য আবার উঁকি দিবে আকাশে।