গাঁ ছম ছম,,, স্তব্ধ দুপুর রাত?
হঠাৎ যেন কেউ হাটছে পিছে?
নিঃশ্বাস যেন গায়ে পড়ে!


ঝিঝিপোকা কেন চুপ হলো এই অসময়ে!
গাছের সাইডে হয়তো কেউ আছে দাড়িয়ে!
থরোথরো কাপুনি হৃদয় মাঝে!
ভয়ার্ত চেহারা যেন উঠছে ভেসে!


হঠাৎ করে যেন মিলিয়ে গেলো হাটার সেই শব্দ!
চারিপাশ শুনসান,,, কে জানি ধরে হাত ধরে ধরে!
এসে পৌঁছেছি কোন মনে শশান ঘাটে?


ভয়ে গলাটা শুকিয়ে যাচ্ছে,,,
কথা কেন বের হচ্ছে না?
এর মাঝে কে আবার ডাকে আয় আয় বলে?
কানে যেন বাজছে সেই সুর!
ভয়ার্ত হয়তো এখন রাত দুপুর!


শিহরণ জাগে গায়ে!
পায়ের আওয়াজ পাওয়া যায় পিছে!
মিলিয়ে দেখি কেউ নেই আশেপাশে!


অবশেষে কেউ জানি পা ধরে ফেলে দিল মাটিতে!
ঘুম ভেঙ্গে দেখি শুয়ে আছি খাটে!
মা ডাকছেন আমাকে!