যেই সৈনিক পাহাড় চূড়ায় উঠতে গিয়ে
         হোঁচট খেয়ে গড়িয়ে গড়িয়ে পড়েছিল,
হাত ও কোমর ভেঙে ছিলো,
                     ব্যর্থ হয়ে এসেছিলো,
আমি তার বদলে এসেছি
দেখোনি? আমি তার বদলে এসেছি।


কুড়ি বছর কেটে গেলো, কোনোদিন
পরাজয় আমাকে স্পর্শ করেনি,
ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে আসা
                  পলাতক আমাকে স্পর্শ করেনি,
ভালোবাসার লুব্ধদৃষ্টি রেখে আমার চোখে,
কোনো নারীর নগ্ন হাত,
                            আমাকে স্পর্শ করেনি।


যেই সৈনিক পাহাড় চূড়ায় উঠতে গিয়ে
                            ব্যর্থ হয়ে এসেছিলো,
আমি তার বদলে এসেছি। দেখোনি?
মূহুর্তে পাহাড় চূড়ায় লাফিয়ে ওঠে আমার সাফল্য,
সফলতা সাগ্রহে আমার মুখোমুখি;
                       দাঁড়িয়ে আছে কুড়ি বছর ধরে।
আবহমানকাল থেকে অব্যর্থ শক্তি, আমার
              রক্তমাংসে লেগে আছে চুম্বকের মতো
আমি সবখানেই ছড়িয়ে দেই বিজয়ের সৌরভ।