নাও,
তোলে নাও!
যতোটা খুশি নিতে পারো
না, আমি এতোটা কৃপণ নই
তুমি, পুরোটাই নাও- আমার সবটুকু
নিশ্চিন্তে নিতে পারো, আপত্তি নেই।
আমার কবিত্বটাও চাইলে মস্তিষ্ক থেকে
বের করে নিতে পারো, নেবে?
যদি চাও-
আমাকে জনসম্মুখে ক্রুশবিদ্ধ কিংবা
জীবন্ত দেহের চামড়া তোলে নিতে
অথবা যদি শুষে নিতে চাও রক্তজল
উদ্বেগহীন নিতে পারো, অসন্তোষ নেই।


চরম নিষ্ঠুর হয়ে আমার বিশুদ্ধ বুকে
চালাতে পারো তীক্ষ্ণ-ছুরি;
রক্তে লাল করতে পারো বঙ্গোপসাগর।
দু'পায়ে শিকল পড়িয়ে বন্দিশালায়
আজীবন রাখতেও পারো, অসম্মত নেই।


আরেকটু ভয়ংকর হওয়া চাই- বিষধর।
অতীব হিংস্র হও; দন্তস্ফুটে বিষাক্ত করতে
পারো আমাকে-
তিক্ত নির্বাসন দিতে পারো;
সেচ্ছায় নিতে পারো হৃদয়ের সবটুকু সুখ
কিন্তু বিনিময় চাই একাকীত্বের মতো একটি অসুখ।
২০২১