তোমার সামান্য হাসিতে— লুব্ধক তারকার মতো
জ্বলে ওঠে চকচকে সুমসৃণ এনামেল
বিমুগ্ধ গালসি হাসির ফাঁকফোকরে খসে পড়ে
কোহিনূর, কিউলিনান, বিয়ারস সেন্টেনারি
এবং দ্যা মিউসেফ রেড ডায়মন্ড।


তোমার স্নিগ্ধ করতলে অজস্র কবিতার শ্লোক
তাতে ফুটেছে গোলাপ, চেরি, জুঁই-চামেলি
এবং চন্দ্রমল্লিকা।
তোমার মোলায়েম করতলগত সুবিশাল পাহাড়-পর্বত
নদী-সমু্দ্রের নিখুঁত মানচিত্র— সে সমুদ্রে
উড়ন্ত রহস্যময় অ্যালবাট্রস এবং পাহাড় চূড়ায়
সম্মোহনী বাঁশি নিয়ে বসে আছেন অদ্ভুত হ্যামিলন।


তোমার ত্বক-রোশনি'তে মিশকালো-রাত;
অনায়াসে কালচে আবরণ মুছে
মুহূর্তে আলোকরশ্মি ছিটকে পড়ে বিপুলা আকাশে
অশোভন অমাবস্যাও পরিণত হয় নীল-জোৎস্নায়।
বিশ্বাস করো—
তোমাকে যখনি দেখি
মনে হয়
তুমি চন্দ্রপৃষ্ঠের সম্রাজ্ঞী ছিলে একদা।
১৮.০৭.২০২২


» চন্দ্রপৃষ্ঠের সম্রাজ্ঞী ছিলে একদা «
—অনন্য কাওছার