বেশার্ধেক রাত্রি দীর্ঘশ্বাস,
দীর্ঘ নীরবতা
দীঘল হাহাকারে কবির দৃপ্র চরণের মতোন
আলগোছে কেটে যায়,কালচে
শিকারী নেকড়ের মতো সন্তর্পণে হেঁটে যায়
অথচ
অতীত রাত্রির মতো চোখে দীর্ঘ উদাসীনতা
পাহাড়ের মতো দীর্ঘ নীরবতা।


পিপীলিকার মতো বেশার্ধেক রাত্রি সাবধানে মিশে যায়
অথচ আমি একটুও লিখি না,পড়ি না
কিছুই বলি না
তবু— জেগে আছি একা।
কেনো?
জানি না। কিছুই জানি না। কিছুই না।
৩০.০৩.২০২২