পকেট ভর্তি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম
                             রঙিন শহরে,
সময় দেখার জন্য ঘড়ি নেই হাতে,
পরনে ছেঁড়া শার্ট, কালো প্যান্ট,
এখানে ফুলের সুরভি নেই,
                  বসন্ত নেই,
                 রঙধনু নেই,            
লাশের গন্ধ দোদুল্যমান ফুলের ভেতর শুঁকেছি
ঘাতকের চেহারা গোধূলির রক্তাভ চোখে দেখেছি।
ভুলক্রমে প্রবেশ করেছি এই রঙিন শহরে
অন্য কোনো দুরগ্রহে আমার বসবাস,
আমাকে বিশ্বাস করো, আমি
             অহর্নিশ সেই দুরগ্রহে ভালোই ছিলাম।


এ শহর কবিতার মানে বুঝে-না
এ শহর গোলাপের মানে বুঝে-না
এ শহর অন্ধকারের মানে বুঝে-না
আমি ভুলক্রমে প্রবেশ করেছি
                           এই রঙিন শহরে,
অন্য কোনো দুরগ্রহে আমার বসবাস,
আমাকে বিশ্বাস করো, আমি
অহর্নিশ সেই দুরগ্রহে ভালোই ছিলাম,
কোনোমতে পাথরের সাথে!