নেত্রপল্লব বিষাক্ত হয়ে গেছে,
আগেকার মতো এখন আর দেখিনা রজনীগন্ধা;
দেখিনা সুনিপুণ বেষ্টনীতে অত্যুজ্জ্বল আলো।
দাঁড়িয়ে আছি! ঠিক আগের মতো
এখন আর দেখিনা পুষ্পাভরণ।


ইদানীং নক্ষত্রের দিকে চাতকের মতো চেয়ে থাকি,
প্রায়শই হয়ে যাই অতীতের সেই নিবিষ্ট সাগরেদ
তবুও ঠিক আগের মতো দেখিনা রজনীগন্ধা।


দাঁড়িয়ে আছি! ঠিক আগের মতো
লিখতে বসি না
পড়তে বসি না।
চিঠি লিখতে গেলে হারিয়ে যায় হস্তাক্ষর;
লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় কথামালা।


এখন আর দেখিনা পুষ্পাভরণ, ঠিক আগের মতো।
দাঁড়িয়ে আছি! দাঁড়িয়ে আছি যুগ যুগ ধরে
ঠিক আগের মতো।


নেত্রপল্লব বিষাক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছি
গোলাপের বদলে হাতে রেখেছি শানিত ছুরি,
রুমালের বদলে রেখেছি বৈরীত্বের লাল চাদর।
এবার এসো রক্তাক্ত হবো! ইতিহাস হবো!