পিতৃত্বের পাঁজর-ভাঙা বিলম্বিত যাবতীয় মানসিক দাগ।
কচি করোটিতে বিদগ্ধ শোকোচ্ছ্বাস—
যেন উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি আমি, অখণ্ড নির্বেদ
সুতরাং মেরুদণ্ড ভেঙে যাওয়া ভার; আমি আর নিতে পারছি না।


চোখে আগ্নেয় অপ্লোন্তিস-হেরকুলেনিয়াম-ভিসুভিয়াস।
বুকে ভার্মিলিয়ন ইনফার্নো—
কিংবা ধরুন। সোনালি স্বপ্নের 'পর জেনোসাইডের মতো
রাতারাতি হয়ে যাওয়া খুন; আমি আর নিতে পারছি না।


পতনোন্মুখ জীবনে তীব্র দহনে পোড়া বিষাদনীল স্মৃতি
অথবা গোপন প্রেয়সীর কুচাগ্র থেকে অমিয় ভালোবাসা
পাওয়ার বদলে কিছু প্রদর্শিত ইনডিসেন্ট— ছি-ছি!
আমি তা নিতে পারছি না। সুতরাং
কালানুবর্তী মানসিক চাপ আমি আর নিতে পারছি না।
২৫.১২.২০২২


• গোপন প্রেয়সীর কুচাগ্র থেকে অমিয় ভালোবাসা
• অনন্য কাওছার