আমার কষ্টগুলো ক্রমাগত বাড়তে বাড়তে
যখন সীমালঙ্ঘন করে বসে; ঠিক ট্রাফিক সিগন্যাল
অমান্যকারী একগুঁয়ে ড্রাইভারের মতো
তখন খুবই ইচ্ছে হয়
এইসব জ্বালাময়ী কষ্টগুলোর নিকট
হাতজোড় করে ভিখারির করুণ আকুতির ন্যায়
মিনতি করতে কিংবা কখনো
ফের না আসতে,
কড়া নিষেধ করতেও ইচ্ছে হয়।


এও বলতে ইচ্ছে হয়-
'এতো কষ্ট আর নিতে পারছিনা, হে নিঠুর কষ্ট!
এবার একটু থামুন, মুক্তি দিন।'
বলতে ইচ্ছে হয়, অথচ
বাতাসের তীব্র বেগে কাঁপতে থাকা জানালার
হালকা আচ্ছাদনের মতো
অনবরত, আমার দুই-ঠোঁট কাঁপতে কাঁপতে
ধ্বনি হয়না, বোধগম্য কোনো শব্দ হয়না,
মনে হয় আমি জন্মসূত্রে অভিশপ্ত এক বাক্ প্রতিবন্ধী!