ট্রেনের পাশসিটে বসা কোনো নন-স্পেশালিষ্ট
যাত্রীর অলুব্ধ স্মৃতি চিহ্নের মতো
আমি মুহূর্তেই তোমাকে ভুলে যেতে পারতাম।


আমিও চাইলে তোমাকে ভুলতে পারতাম
যেভাবে তুমি খুব সহজেই আমাকে
ভুলে গেছো-
প্রায় তিনবছর দুমাস হলো।  
আননোন নাম্বারের মতো তোমার পরিচিত
এগারো ডিজিট আমিও ভুলে যেতে পারতাম
যেমনটা তুমি ভুলে গেছো
আমাকে,
ভুলেছো হতচ্ছাড়া ডিজিটগুলি।


তোমার ঠিকানায় লিখতে পারতাম সহস্রাধিক
চিঠি,শতগুচ্ছ কবিতা।
কিন্তু
এখন যে তোমার শহরে সুদর্শন যুবক আর
কৃত্রিম কবিদের আনাগোনা
সাথে ফ্রী
তোমাকে নিয়ে লেখা রোমান্টিক কবিতা।


অথচ ও-কবিতাগুলো তোমাকে পাঠিয়েছি
ছদ্মনামে
যদি তা জানতে,প্রিয়তমা।
৩১.০৩.২০২২