জ্যোতিষ্মান নক্ষত্র খসে পড়ার মতো তোমার ওই বিমর্ষ বিদায়
প্রতিটা নীলোৎপল হতে শোনতে পাই তীব্র নিস্বান;
আর তোমাকে হারানো আকাশ-কাঁপা সুনির্মল আর্তনাদ
যেনো অবনীতে তমসাচ্ছন্ন রাতের মতো নেমেছে আঁধার
তুমিহীন স্নিগ্ধ আকাশও বিভীষিকাময়-
রাহবার,
তুমিহীন পৃথিবীটা স্ফুটনোন্মুখ অন্ধকার রাতের মতো
এবং দুঃখার্ত বিদীর্ণ চাঁদের মতো আলোহীন


জ্যোতিষ্মান নক্ষত্র খসে পড়ার মতো তোমার ওই বিমর্ষ বিদায়
তোমার ওই আচম্বিত লোকান্তরণে নিষ্প্রভ দিনমুখরবি,
নিষ্প্রভ মহাকাশের দীপ্যমান বেবাক গ্রহনক্ষত্র; ঘোলাটে চাঁদ।
রাহবার,
তোমার মৃত্যু বার্তায় কেঁপে ওঠে কোটি জনতা-
হৃদয়ে বারবার জ্বলে ওঠে হাজারোকোটি অনির্বাণ শোকাগ্নি-শিখা
ভস্মীভূত হয় রেখে যাওয়া সাগরেদদের যকৃৎ ও সুপ্তোত্থিত দিল।
রাহবার, তোমাকে হারিয়েছি-
তোমাকে হারিয়ে যেনো পৃথিবীও হারালো একটি জ্যোতিষ্মান নক্ষত্র।