দেখিবার তরে ভেজে মোর আঁখিপাত
তুমি বিনে নেই ভালো কাঁদি নিশিরাত।
দেখিনি তোমায় চোখে পিয়াসী হৃদয়
যাঁর প্রেমে আশিকের হয় জ্ঞানোদয়।


ফেরাবার মতো নয় আলোকিত আঁখি
তোমার চরণ তলে মোর সব রাখি।
নূরানী চেহারা যাঁর করে ঝলমল
করুণায় যাঁর দিল কুসুমকোমল।


আশিক দিদার পেতে প্রেমে মাতোয়ারা
তোমার হাসিতে হাসে সুধাকর তারা।
তোমার পরশ পেলে মৃত নদ-নদী
নিমিষেই কলকলে বহে নিরবধি।


তৃষাতুর প্রাণ পাখি দেখা পেতে চায়
ছটফট করে রোজ বিকল খাঁচায়।
এখনো শায়িত আছো আরবের ভূঁয়ে
তোমার তাযীম করে গাছপালা নুয়ে।


বিকল চরণে সেথা যেতে নাহি পারি
বিত্তহীন আশিকের নেই সওয়ারি।
কত দিন কত রাত কেঁদে মোর কাটে
পাগলের মতো মন সেই পথে হাঁটে।


তোমার ইশারা পেলে হৃদে পাই আলো
নিদ্রাবিহীন থেকে চোখ দুটো কালো।
বারেবার মুছে যাই আঁখিজল যতো
তোমার দিদার পেতে কাঁদি অবিরত।


দিদারের বাসনায় দিলে মালা গাঁথা
সবুজ গাছের ডালে আমি ঝরাপাতা।
নজরে করম চাই আছি কতো দূরে
তোমার প্রেমিক কাঁদে এতিমের সুরে।


জ্বলবেনা এ হৃদয়ে নিরাশার বাতি
কঠিন নিদান কালে হবে মোর সাথী।
অধমের কুঁড়ে ঘরে এসো নবীপাক
হৃদয় তোমার প্রেমে ছাই হয়ে যাক।


দিদারের আশা নিয়ে ফেলি আঁখিজল
ব্যথাতুর হৃদ খানি হয়না শীতল ।
কিছুতেই বুঝে-না সে যাবে মাদিনায়
যে শহর আছে মোর প্রতি কবিতায়।


আশিকেরা যে শহরে সুরভি ছড়ায়
একলা গোপনে কাঁদি এই অভাগায়
পারিনা সেথায় যেতে মনের বেদন
করে যাই দিবানিশি একলা রোদন।


বিরহী অনলে পুড়ে করো প্রেম খাঁটি
সোনার চাইতে দামী মাদিনার মাটি।
যেখানে আছেন শুয়ে নবীদের নবী
যাঁর শান মর্যাদা আকাশচুম্বী।