গভীর রাত্রি।
ব্যোমতলে ছড়িয়েছে তীব্র নভোরজ।
নিদ্রানীরব-
যেনো নিদ্রায়মাণ নিস্তব্ধ শহর।


কেবলই জাগ্রত অর্ধেক জীবনান্ত-দেহী
পোড়ানিয়া এক বিক্ষত-প্রাণ।
যেনো-বা লোহিত ডাইরি, নীলবর্ণী কলম/মসী
হাতে নিয়ে কবিতামগ্ন এক বিরহী কবি।
কবি লিখলেন-
'আমি আপনার প্রিয় নয়; প্রিয়তম হতে চাই।
আমাকে গ্রহন করবেন?'__এইটুকু লিখে থমকে দাঁড়ান!


কবিতার পঙক্তি হতে অকৃত্রিম ক'ফোটা জল
ক'ফোটা বিষাদ
কবির বিরহবিধুর চেতনা
সুদৃঢ় কল্পলোক অনিমিখে আরো বিষণ্ণময় করে তুলে।


স্বেদাপ্লুত- পরিধেয়,ললাট। রক্তিম- মুখ।
জাজ্বল্যমান- বুক। তবুও


কবি পুনর্বার লিখলেন- 'আমি কেবল আপনাকে।
আপনার প্রেমমাধুরী দিদার; অমল সুখ
আর আপনার অফুরন্ত ভালোবাসা চাই।'


খানিকপর
মালাকুল মউত সম্মুখে দাঁড়িয়ে
মধুমাখা ধ্বনিতে বললেন
-'চলেন।'


১৮.০১.২০২২