অতঃপর-
তখন আপনার একটা বিশাল বাড়ি থাকবে
দু-চারটেও থাকতে পারে, বলা তো যায় না।
লাল নীল হাজারটা শাড়ী থাকবে
একটা পর্যায় এসে আপনি হয়ে উঠবেন কোটিপতি,
আপনার হুকুমে উঠবস করবে সাধারণ মানুষ।
এরকম একটা ভাব থাকবে আপনার-
'যেনো হাতের একটা ইশারায় অনেককিছু ধ্বংস এবং পুনরায় সৃষ্টিও করতে পারেন আপনি'
প্রায় ভুলেই যাবেন অতীতে আপনি কেমন ছিলেন?
কতটা সাধারণ ও বিনম্রতা ছিলো.....
এতোটাই সুখী ও উচ্চাকাঙ্ক্ষী হবেন যে আপনি
আশৈশব ভুলে নতুন একটা জগত নির্মাণ করবেন,
ওই জগতটা, একান্ত আপনার এবং
আপনার সৌভাগ্যবান স্মার্ট রাজকুমারের জন্য হবে।


আপনি এতোটাই সুখী হবেন, মহানন্দিত হবেন
ইচ্ছে করলেও কখনো কাঁদতে পারবেন না
স্মরণ করতেও পারবেন না যে- 'কেউ একজন
আপনার প্রতীক্ষায় নির্ঘুম কাটিয়ে দিতো সারারাত'


এখন এইসব স্মৃতি আপনার নিকট
নিরর্থক ব্যতীত কিছুই নয়, নিরর্থকই বটে।