কিমাশ্চর্য বিপুল কার্নিভ্যালে—
গোলাপি মুক্তোর মতো  
তোমার বিরলতম সুনির্মল চাঁদোয়া দেহের
রূপমাধুরী প্রোজ্জ্বল আভা ছড়িয়ে, তুমি  
কাছাকাছি তড়িচ্চুম্বকীয়-আবেশে এসেছিলে।


একগাদা সাদা ক্লিমেটিস ফুল—
বোদলেয়ারের নিষিদ্ধ 'ক্লেদাক্ত-কুসুম'
শহীদ কাদরীর 'তোমাকে অভিবাদন প্রিয়তমা'
এবং জীবনানন্দের রহস্যঘন 'বনলতা সেন'
আমার করপুটে তুলে দিতে
তোমার কী দারুণ মনোলোভা-হাত বাড়িয়েছিলে!


প্রগাঢ়নীল জমকালো কার্ডিগানে—
বাতাসে বাতাসে কম্পমান
খরগোশের মতো তুলতুলে দুগ্ধধবল
তোমার সুবিন্যস্ত তেজিয়ান আবক্ষমূর্তি
যেন কাঁচুলিবিহীন দৃশ্যমান কবেকার কামোন্মত্ত উর্বশী।
যেন পরমাশ্লেষে তাপমুগ্ধ হতে—
কামরায় অপেক্ষমাণ
নিঃসংকোচে সাজিয়ে তার অনূঢ়-জননেন্দ্রিয়।
অথচ তোমার রাঙা জবার মতো অধিত্যকা থেকে
সলাজে আমার আরক্তচোখ ফিরিয়ে নিয়েছিলাম।—
দেখেছিলে?
তখুনি তুমি পাশাপাশি দাঁড়িয়ে কী-যে অবাধে
হেসেছিলে।


জানিনে—
কখনো ভালোবেসেছিলে?
১৭.০৭.২০২২


» নিষিদ্ধ প্রেমের কবিতা «
—অনন্য কাওছার