পনেরো বৎসর যাবত গন্তব্যের দিকে হাঁটছি
মার্গ থেকে মার্গ চলতে চলতে, দ্রুতপদে হাঁটতে হাঁটতে
অদ্যাবধি একরত্তি পথ এগোতে পারিনি
এ কেমন দুরধ্যয় পথ! আজীবন অগন্তব্যেই থেকেছি।


রাতে অ-রাতে পুষ্পোদ্যানে বসে কান্না করেছি  
অথচ এই অহেতুক কান্নায় সবুজ উদ্যানের পুষ্প কিংবা
একটি বিষণ্ণ ডালের পাতাও ঝরেনি
এ কেমন জলহীন কান্না! তাকে শুধু অসুখেই দেখেছি।


একালাপে সোনালি আখ্যান পাঠ করতে করতে
ফুটপাতে ক্ষুধার্ত শুয়ে শুয়ে পাগলের মতো
অনেককাল বিরামহীন তীব্র হেসেছি-
উফ্! বেমানান হাসিটার বিনিময়ে
সামান্য আহার্যটুকুও জোটেনি
এ কেমন ভয়ানক পৃথিবী! অহোরাত্র ক্ষুধার্তই থেকেছি।