মহাত্মা শুনুন,
গভীর রাতে গদ্য নির্মাণের অবাধ নেশাটা বেশ
বেপরোয়া,হাবিজাবি একটা কিছু না-লিখে ঘুমানো তো
নেহাত পাপ— তা-ও সাধারণ কোনো কলুষ নয়
বিষেশত,কবির জন্যে তো একেবারে অক্ষমার্হ মহাপাপ।
বিরাট অখ্যাতি আর অপযশের।


মহাত্মা শুনুন,
অজ্ঞাতে ভালোবাসা-বাসির কথা,চোখের জলে মিশেল
কিছু কষ্টের গোপন উপাখ্যান—
বালিশের আবরণে লীন হওয়া কিছু অশ্রুবারি-গল্প;
রাত হলেই ওগুলো হয়ে ওঠে এক সবিশেষ কবিতা।


মহাত্মা শুনুন,
না,আপনি একটু দেখুন—
আমার রাতজাগা টকটকে লাল দুটো চোখ।
দেখুন- আমি অপ্রেমে কতটুকু তৃষ্ণার্ত?


কতটা প্লাবন
কতটা সমুদ্র-জল মিটাতে পারে খাঁখাঁ গিবসনের মতো
আমার যাবতীয় অপ্রেমের তৃষ্ণা? —বলুন!
২৫.০২.২০২২