আরো কিছুদিন থেকে যেতে চাইবো অনিচ্ছায়-
অযাচিত সাপ-লুডো গেইমের
অনন্যোপায় ঘুটি হয়ে। নিয়তির চরম-নির্মমতায়।
হয়তো কাছাকাছি
নতুবা আমাদের দূরত্ব হবে বিষুবরেখার মতো।
দুটো গোলার্ধে,অসীম দূরত্বে দাঁড়িয়ে— তুমি আর আমি।


আমি খুব করে ফের পেতে চাইবো—
আমাদের হারিয়ে যাওয়া প্রতিটা রুপোলি সন্ধ্যা,
প্রতিটা রাত, প্রতিটা সোনালি উজ্জ্বল প্রভাত।
ফের পেতে চাইবো-
তোমার দীর্ঘতম শেষ-চুম্বন। উষ্ণতা; শেষ-আলিঙ্গন।


আমি খুব করে ফের পেতে চাইবো—
শেষবার তোমাকে নিয়ন আলোয় দেখেছিলাম যেমন;
ঠোঁটের কাঁপুনে দু'একটুকরো খণ্ডখণ্ড কথা আর
চোখের জল আলতো করে মুছে
তোমাকে বুকে জড়িয়ে
যেরকম ক্ষুদ্র-প্রতিশ্রুতি দিয়েছিলাম;
দুটো গোলার্ধে, তোমার অসীম দূরত্বে দাঁড়িয়ে— আমি
আবারো দরাজকণ্ঠে শোনাবো প্রণয়ের শেষ-কবিতাখানি
তারপর। তারপর....


আরো কিছুদিন থেকে যেতে চাইবো
অনিচ্ছায়-
অযাচিত সাপ-লুডো গেইমের
অনন্যোপায় ঘুটি হয়ে। চিরকাল এই বাংলায়।
২২.০৫.২০২২