কতো কথাই তো বলার ছিলো
বলতে পারতে।


শতেক বা তারচে অধিক অভিযোগ
কটুকাটব্য-
প্রকাশ্যে গালমন্দ
ভয়ানকভাবে আমাকে শোনাতে পারতে।
আমি অনেকটা ল্যাম্পপোস্টের মতো ঠায় দাঁড়িয়ে
অনুযোগহীন,
আদর্শবান শ্রোতা হয়ে কেবল তোমাকে শোনতাম,
কেবলই তোমাকে, প্রিয়তমা।


কতো কথাই তো অবশিষ্ট ছিলো।
বলতে পারতে।
অথবা
তোমাকে একটুআধটু কানেকানে ফিসফিসিয়ে বলতাম:
প্রিয়তমা, ভালোবাসা ফিনিক্স পাখির মতো;
যার আদি আছে, অন্ত নাই।


কতো কথাই তো গচ্ছিত ছিলো। অবশিষ্ট ছিলো।
বলতে পারতে।


একাধিক তহমত তুলে আমাকে তীব্রভাবে
মুষড়ে দিতে পারতে।  
প্রিয়তমা,
প্রণয়-বেখেয়ালি অপরাধে, আমাকে
ব্ল্যাঞ্চ মরিয়ের মতো ২৫ বৎসর গৃহবন্দিত্ব দিতে পারতে
আমি অবলীলায় তোমার গৃহবন্দিত্বের ফরমান
সহাস্যে মেনে নিতাম
কেবল তোমাকে ভালোবেসে, প্রিয়তমা।


কতো কথাই তো বলার ছিলো
বলতে পারতে।
অথচ তুমি বললে- 'এখুনি বিচ্ছেদ হোক।'
২৫.০১.২০২২


|। অথচ তুমি বললে ।| অনন্য কাওছার